নেতাদের ছবি আপত্তিকরভাবে সম্পাদনা করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ,পঞ্চগড়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতার ছবি আপত্তিকরভাবে সম্পাদনা করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত পঞ্চগড় সদর থানায় তিন নেতা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।পরে ভুক্তভোগী নেতাদের মধ্যে কেউ কেউ এসব জিডির অনুলিপি ফেসবুকে পোস্ট করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতাদের ছবি আপত্তিকরভাবে সম্পাদনা করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ
সাধারণ ডায়েরি করা নেতারা হলেন পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে শাহনেওয়াজ প্রধান এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক আকতারুজ্জামান আকতার।
পুলিশ ও ভুক্তভোগী নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই দিন ধরে ‘সত্যের সন্ধানে’ নামের একটি ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে নারীদের আপত্তিকর ছবি জুড়ে দিয়ে পোস্ট করা হচ্ছে। বিষয়টি জানাজানি হলে রাতেই পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক সদর থানায় জিডি করেন। পরে শাহনেওয়াজ প্রধান এবং আকতারুজ্জামান আকতারও সাধারণ ডায়েরি করেন।

আজ বিকেলে ‘সত্যের সন্ধানে’ নামের আইডিটি ফেসবুকে খুঁজে পাওয়া যায়নি। শাহনেওয়াজ প্রধান বলেন, ‘ছবি এডিট করে অপরিচিত নারীদের সঙ্গে আমাদের ছবি যারা পোস্ট করছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সমাজের কাছে আমার ও পরিবারের সুনাম ক্ষুণ্ন করার জন্যই হয়তো এই ষড়যন্ত্র করা হচ্ছে।’আকতারুজ্জামান আকতার বলেন, ‘আমাকে রাজনৈতিক আর সামাজিকভাবে হেয় করতেই এই ষড়যন্ত্র করা হয়েছে বলে আমি মনে করি।
বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’কাজী আল তারিক বলেন, ‘রাজনৈতিকভাবে আমার জনপ্রিয়তা দেখেই ষড়যন্ত্রমূলকভাবে এ ধরনের ছবি এডিট করে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল উদ্দিন বলেন, কয়েকজনের ছবির সঙ্গে অশ্লীল ছবি যুক্ত করে ফেসবুকে প্রচারের বিষয়ে জিডি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন:
5 thoughts on “নেতাদের ছবি আপত্তিকরভাবে সম্পাদনা করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ”